পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অন্য বিজেপি বিরোধী দলের সঙ্গে জোট করতে আপত্তি নেই কংগ্রেসের। লখনউতে দাঁড়িয়ে ঘোষণা করলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী । কংগ্রেস কি উত্তরপ্রদেশের ৪০৩ আসনে একা লড়বে? এ প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার বলেন, “এটা এত তাড়াতাড়ি বলা কঠিন। তবে আমি জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমরা বন্ধ মানসিকতার দল নই। আমরা খোলা মনে জোটের জন্য রাজি।” কংগ্রেস নেত্রীর সাফ কথা, ‘আমাদের লক্ষ্য বিজেপিকে হারানো। কিন্তু, আমরা নিজেদের দলের স্বার্থ আগে দেখব। যে দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হবে, তাঁদেরও আমাদের মতো খোলা মনের হতে হবে।’
২০১৭ সালে রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয়বারের জন্য লখনউ দখলের স্বপ্ন দেখেছিলেন অখিলেশ কিন্তু রাহুল-অখিলেশের সেই ‘সাথ’ উত্তরপ্রদেশ পছন্দ করেনি। তাই এবার আর সে ভুল নয়। অখিলেশের অবস্থান প্রিয়াঙ্কার এই জোটের আহ্বানকে নিস্ফলা করে দিতে পারে।
ওয়াকিবহাল মহলের মতে , এত চেষ্টার পরও উত্তরপ্রদেশে এখনও কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জার হিসেবে তুলে ধরতে পারেননি প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যের ৪০৩ আসনে একা লড়ার মতো ক্ষমতাও কংগ্রেসের নেই। তাতে বরং বিরোধী ভোট কাটাকাটিতে সুবিধা হবে বিজেপিরই।