পুবের কলম প্রতিবেদক: নৈশ অভিযানে নেমে একই রাতে বিভিন্ন অপরাধের ৭২৫ টি মামলা রুজু করল বিধাননগর কমিশনার পুলিশ। রাতের নজরদারি আটোসাঁটো করতে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিভিন্ন থানা এবং ট্র্যাফিক গার্ড এবং গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে কমিশনারেট এলাকায় চলে নিয়মিত নৈশ অভিযান। এরই অংশ হিসাবে শনিবার রাতে চলে পুলিশি বিশেষ ওই অভিযান। রাতের উচ্ছৃঙ্খল আচরণ এবং ট্র্যাফিক বিধিভঙ্গ-সহ কোভিড পরিস্থিতিতে জারি হওয়া জরুরী বিধি-নিষেধ লঙ্ঘনের বিরুদ্ধে ৭২৫ টি মামলা দায়ের হয়। এরই মধ্যে কেবল বিপর্যয় মোকাবিলা আইনের ধারায় ৩০ টি মামলা রুজু হয়েছে। সেইসঙ্গে, অপরাধমূলক কার্যক্রমে যুক্ত থাকার অপরাধে ১২৫ জনকে গ্রেফতার করেছে কমিশনারেট পুলিশ কর্তারা।