পুবের কলম, ওয়েবডেস্কঃ জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি, জঙ্গলের ভেতর দিয়ে আসছে একটা জিপ, মহাকাল মন্দিরের সামনে হঠাৎ করেই সেই জিপভর্তি যাত্রীদের সামনে একজন সাদা থান পরা বিকট চেহারার নারীর উপস্থিতিতে চমকে যান জিপের যাত্রীরা। অনেকেই অশরীরী বা প্রেতাত্মা বলে ভিরমিও খান। ক্রমে লাটাগুড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এই অশরীরির কথা। প্রায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বাধ্য হয়ে তদন্তে নামে জলপাইগুড়ি জেলার পুলিশ।
অবশেষে পর্দা ফাঁস হয়েছে ভূতের। জিপে থাকা এক মহিলা যাত্রী ওই সাদা পোশাক পরা অশরীরীকে জাপটে ধরেন। দেখা যায় প্রেতাত্মা বা কিছু নয়। ওই মহিলাকে ছিনতাইবাজদের একটি দল ভূত সাজিয়ে পাঠায় উদ্দেশ্য পর্যটকদের ভয় দেখিয়ে লুঠপাট করা। আপাতত ওই মহিলাকে আটক করে ছিনতাইবাজ দলের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ।