পুবের কলম, ওয়েবডেস্ক: একটি ছাগলের ওজন তিন কুইন্টালেরও বেশি। শুনতে অবাক লাগলেও এমনই একটি বৃহৎ আকারের ছাগল পাকিস্তানে আয়োজিত প্রতিযোগিতায় সর্বাধিক ওজনের জন্য প্রথম স্থান অধিকার করে। এই ছাগলটির মালিককে মোটা টাকার পুরস্কারও দেওয়া হয়। একটি টিভি চ্যানেলের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ফয়সালাবাদে গত ২৩ বছর ধরে ছাগলের প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। কিন্তু এবার একটি ছাগল সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। ছাগলটির নাম ‘শের দিল’যার ওজন ৩১৪ কেজি। এর পিঠে সাদা ছোপ থাকায় দেখতেও খুব সুন্দর। পশুদের নিলামির এই বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে শেরদিলও মালিকের সঙ্গে পৌঁছায়। গুজরাবালার বাসিন্দা ফারুখ এজাজই শেরদিল নামের ছাগলটির মালিক। এজাজ প্রতিযোগিতায় অংশ নিতে ফয়সালাবাদ আসেন। গত শুক্রবারই তাঁর ছাগলটিকে প্রতিযোগিতায় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। এই প্রতিযোগিতা দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর নামের তালিকাও প্রকাশ করা হয়। এই প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার হিসেবে শের দিলের মালিককে ৫ লক্ষ টাকা নগদ দেওয়া হয়। লাহোরের লাল বাদশা নামের ছাগল পায় দ্বিতীয় স্থান। লাল বাদশার ওজন ৩০০ কেজি। তৃতীয় পুরস্কার বিজেতা মুলতানের ২৭৮ কেজির কালুকে দেওয়া হয়।