পুবের কলম ওয়েবডেস্ক : নাইজেরিয়ার ইমো রাজ্যের সীমান্তে একটি অবৈধ তেল শোধনাগার ডিপোতে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন। পেট্রোলিয়াম সম্পদ বিভাগের রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত নিহতদের সবার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। শোধনাগারটি ইমো রাজ্যের ওহাজি-এগবেমা এলাকার আবায়েজি বনে অবস্থিত, যা দুটি রাজ্য সীমানায় বিস্তৃত। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনি জ্বালানি কেনার জন্য সেখানে লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে পুড়ে গেছে। তেল-উৎপাদনকারী দেশটিতে বেকারত্ব ও দারিদ্র্যের কারণে অবৈধভাবে অপরিশোধিত তেলকে পরিশোধন করা একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এখানকার অপরিশোধিত তেল সাধারণত বড় তেল কোম্পানির পাইপলাইন থেকে চুরি করা হয় এবং পরে অস্থায়ী ট্যাঙ্কে সেগুলো পরিশোধন করা হয়। বিপজ্জনক প্রক্রিয়াটি কিছুদিন পরপরই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়েছে। এতে শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়েছে। গত বছরের অক্টোবরে রিভারস রাজ্যে অপর একটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হন। সম্প্রতি এ ধরনের স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের দাবি, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ নাইজেরিয়ার তেলের পাইপলাইনগুলোতে প্রায়ই চুরির ঘটনা ঘটে। এর ফলে দেশটি প্রতিদিন গড়ে দুই লক্ষ ব্যারেল তেল হারায়, যা উৎপাদনের ১০ শতাংশেরও বেশি