পুবের কলম ওয়েবডেস্ক : বিয়ে ও জন্মহার বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে চিন। এবার সদ্য বিবাহিত দম্পতিদের ৩০ দিনের ছুটি দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। সাধারণত চিনে বিয়ের জন্য ছুটি মেলে মাত্র তিন দিন। কিন্তু কিছু কিছু প্রদেশে চলতি মাস থেকে আরও বেশি ছুটি পাচ্ছে মানুষ। এখন থেকে চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসু ওশানসিতে বিয়ের জন্য চাকরিজীবীরা ৩০ দিনের ছুটির সঙ্গে পাবেন বেতন ও বোনাস। আর সাংহাইয়ের বাসিন্দারা ১০ দিনের ছুটি পাবেন। তবে, সিচুয়ান প্রদেশের বাসিন্দারা আগের ছুটি অর্থাৎ তিনদিন করেই পাবেন। চিনের সাউথওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের সামাজিক উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের ডিন ইয়াং হাইয়াং জানান, ‘জন্মহার বাড়ানোর একটি কার্যকর উপায় হল ছুটি বৃদ্ধি।’ উল্লেখ্য, চিনে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে। এতেই দুশ্চিন্তা বেড়েছে সরকারের।