পুবের কলম প্রতিবেদক: শনিবার বিকেল তিনটায় প্রকাশিত হচ্ছে আইসিএসই-আইএসসি’র দশম ও দ্বাদশ শ্রেণির ফল। করোনা পরিস্থিতির কারণে এ বছর দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল হয়। তার পর মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কাউন্সিল। সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটগুলি হল— cisce.org / results.cisce.org।
‘ICSE’ অথবা ISC’(ইউনিক আইডি) ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। সিবিএসই’র ফলাফলও জানা যাবে খুব শীঘ্রই।