পুবের কলম ওয়েব ডেস্কঃ মুসলিমদের কল্যাণে তার বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির চেয়েও বেশি কাজ করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। শনিবার জাতীয় শিক্ষা দিবসে বিজয়ওয়াড়ায় একটি জনসভায় তিনি বলেন, মুসলিমদের কল্যাণে আমার বাবা যদি একধাপ ওঠেন, আমি গর্বের সঙ্গে দু-ধাপ উঠব। রেড্ডি উল্লেখ করেছেন, ২০১৯ সালে ওয়াইএসআরসিপির সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক, অর্থনৈতিক, নারী ক্ষমতায়ন এবং আরও বেশ কিছু ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের অনেক বড় পরিবর্তন ঘটেছে।
শনিবার ছিল স্বাধীনতা সংগ্রামী ও দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী। সে উপলক্ষে দিনটিকে দেশে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এমনই একটি অনুষ্ঠানে মুসলিমদের উন্নয়নে সদর্থক বার্তা দিলেন রেড্ডি।
কেন্দ্রের বিজেপির ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত ওয়াইএসআর কংগ্রেস। মোদি সরকারকে তারা পার্লামেন্টে বিভিন্ন ইস্যুতে একাধিকবার সমর্থন জানিয়েছে। এই প্রেক্ষিতে জগনমোহন মুসলিমদের হয়ে কথা বলছেন, তা বেশ তাৎপর্যপূর্ণ। এমনিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদের দিনরাত গালিগালাজ করা হয়। ছড়ানো হয় বিদ্বেষ। সেখানে বিজেপি-ঘনিষ্ঠ হয়েও রেড্ডির ইতিবাচক বার্তা, প্রশংসা কুড়িয়েছে। তিনি জানিয়েছেন, তার আমলে একজন মুসলিম ডেপুটি মুখ্যমন্ত্রীও (আমজাদ বাশা) পেয়েছে অন্ধ্রপ্রদেশ। তার বাবা রাজশেখর রেড্ডির আমলে ২০০৮ সালে আবুল কালাম আজাদের জন্মদিনকে সংখ্যালঘু কল্যাণ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী জগনমোহন আরও দাবি করেন যে তার বাবাই দেশের মধ্যে প্রথম দরিদ্র মুসলিমদের জন্য রিজার্ভেশন চালু করেছিলেন।