পুবের কলম ওয়েবডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে স্বামী এবং শ্বশুর কে হত্যার অভিযোগ উঠল এক মহিলা এবং তার প্রেমিকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় ওই মহিলা এবং তার প্রেমিক ছাড়াও গ্রেফতার করা হয়েছে আরও চারজনকে।
কানপুরের কল্যাণনগরের বাসিন্দা ছিলেন ঋষভ তিওয়ারি, তাঁকে খুন করার অভিযোগ ওঠে স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে। স্থানীয় পুলিশ জানিয়েছে স্বপ্নার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজ কাপূর নামে এক তরুণের। কিন্তু এই সম্পর্কে পথের কাঁটা হয়ে উঠছিলেন ঋষভ। এরপর স্বপ্না আর প্রেমিক রাজ মিলে ঋষভকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।
গত ২৭ নভেম্বর একটি বিয়েবাড়িতে বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ঋষভ। সেখান থেকে ফেরার পথে তাঁর উপর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্ত গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যান ঋষভ। সুস্থ হয়ে বাড়ি ফেরেন ঋষভ। পরিকল্পনা ভেস্তে যায় স্বপ্না ও রাজের। এর পর স্বপ্না মাত্রাতিরিক্ত ওষুধ দিতে শুরু করেন স্বামীকে।
১ ডিসেম্বর ঋষভের অবস্থার অবনতি হয়। ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন ৩ ডিসেম্বর মৃত্যু হয় ঋষভের। এরপর ঋষভের বাড়ির লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন। ম্যারাথন জেরা শুরু হয় স্বপ্না এবং রাজকে। জেরার মুখে মাত্রাতিরিক্ত ওষুধ দেওয়ার স্বীকার করেন স্বপ্না বলে দাবি পুলিশের। নিজের শ্বশুরকেও একই ভাবে হত্যা করেছেন বলে জানান স্বপ্না। টিভিতে হিন্দি সিরিয়াল দেখেই এই পরিকল্পনা করেন বলে জানিয়েছেন তিনি।