উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কয়েক মাস পর পঞ্চায়েত ভোট।আর তাঁর আগেই এলাকায় উন্নয়নের দিকে নজর দিলো রাজ্যের শাসক তৃণমুল পরিচালিত পঞ্চায়েত গুলি।তবে এবার গ্রামের রাস্তা সংস্কারের দাবীতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল জয়নগর ২ নং ব্লকের ময়দা অঞ্চলের ন ‘পুকুরিয়া গ্রামের মানুষ।ময়দা অঞ্চলের ন’পুকুরিয়া গ্রামে রীতিমতো ভোট বয়কটের ব্যানার টাঙিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ দীর্ঘ ১০ বছর যাবৎ গ্রামের বেহাল রাস্তার কথা স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এমনকি বিধায়ককে জানিয়ে কোন কাজ না হওয়ায়,তাঁরা আগামী এিস্তর পঞ্চায়েতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।আর এই রাস্তা সংস্কার না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ কোন ভোট দেবে না বলে জানালেন এই গ্রামের কয়েকশো পুরুষ ও মহিলারা।স্থানীয় গ্রাম বাসীরা বলেন,প্রতি বছর নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রামে আসেন ভোট চাইতে এবং এই রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ও দেন, কিন্তু ভোট হয়ে গেলে এই রাস্তার সংস্কার আর হয় না। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি যে রাস্তা সংস্কার না হলে আমরা কোনো ভোট দেব না।এ ব্যাপারে স্থানীয় তৃনমূলের পঞ্চায়েত প্রধান বলেন, আমি গত ৬ মাস হলো ক্ষমতায় এসেছি।এতদিন এই পঞ্চায়েত এস ইউ সি আই এর হাতে থাকায় কোনো কাজ হয়নি।তবে আমরা দ্রুত এই সমস্যার সমাধান করবো। এব্যাপারে জয়নগর ২ নং বিডিও সৌরভ মাজি বিস্তারিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন।