আইভি আদক, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ সাংবাদিকদের জানালেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনও গন্ডগোলের খবর নেই। কিন্তু অন্যদিকে আরেক দৃশ্য দেখা গেল ডোমজুড় বিধানসভার জগদীশপুরে বিজেপি প্রার্থীর এজেন্টকে তৃণমূল কর্মীরা মেরে বুথ থেকে বার করে দিচ্ছেন। অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুরের বাকুল এলাকা।
এখানে ৭৬ নম্বর বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে সকালে আইএসএফ, সিপিএম ও নির্দল প্রার্থীরা বিক্ষোভ দেখায়। বুথের সামনে জমায়েত। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। অন্যদিকে জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ। বড়গাছিয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭৩ এবং ৭৪ নম্বর বুথ দখল করে ছাপ্পা মারার অভিযোগ আইএসএফ এর কর্মী সমর্থকদের।
গ্রামবাসীরা ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত সরিয়ে দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এছাড়াও চামরাইল খালিয়া ১৭০ নং বুথ ও জগদীশপুর মাঝেরহাট প্রাইমারি স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ বিরোধী প্রার্থীদের।