রুবাইয়া জুঁই: দুই ‘ভূতের’ বিরুদ্ধে গুজরাত পুলিশ অভিযোগ নিলেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি,আদতে এক বছর ৩৫ এর ব্যক্তি রবিবার সকালে ভূতের হাত থেকে বাঁচতে গুজরাতের ভাদোদরার জামবুঘোড়ার থানায় ছুটে এসেছিলেন এবং পুলিশকে অনুরোধ করেন মামলা দায়ের করতে। এরফলে জামবুঘোড়ার পুলিশ ওই ব্যক্তিকে হয়রানির জন্য রবিবার সকালে দুটি ভূতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল! অভিযোগকারীর মতে, তাকে ভূতের একটি দল খুনের হুমকি দিয়েছিল। পঞ্চমহল জেলার জামবুঘোড়ার একটি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি পুলিশকে তার জীবন বাঁচানোর জন্য অনুরোধ করে থানায় দৌড়ে আসে। আর অবশেষে পুলিশও সদয় হয়ে সেই মানসিকভাবে অসুস্থ ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে তাঁর আবেদন গ্রহণ করেছিলেন।
পুলিশ সাব-ইন্সপেক্টরকে তিনি জানান যে, কীভাবে ভূতদের একটি দল তাকে জমিতে কাজ করার সময় তাঁর কাছে এসেছিল।
রবিবার পাবাগড়ের ডিউটিতে থাকা পুলিশ অফিসার মায়ানসিংহ ঠাকুর বলেন, “তিনি খুব অস্থির ছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন তা স্পষ্ট ছিল। আমরা তাঁর আবেদন নিয়েছিলাম এবং তাঁকে শান্ত হওয়ার জন্য এটি দেখিয়েছি।
“অন্যদিকে অভিযোগকারী ব্যক্তির পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করলে জানতে পারে যে ওই ব্যক্তির মানসিক রোগের চিকিৎসা চলছিল কিন্তু গত ১০ দিন ধরে তিনি ওষুধ খাচ্ছিলেন না। সোমবার পুলিশ তার সঙ্গে আবার কথা বললে তিনি বলেন যে ভূতরা তাঁকে থানায় ঝামেলা করার সাহস করবে না বলে তিনি থানায় পালিয়ে এসেছেন। পুলিশ তাঁর পরিবারকে নিয়মিত তাঁকে ওষুধ খাওয়ানোর জন্য অনুরোধ করেছেন যাতে এ জাতীয় মনস্তাত্ত্বিক সমস্যা আবার না ঘটে।