পুবের কলম ওয়েব ডেস্কঃ আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তানের কান্দাহার। শুক্রবার জুমার নামাজকেই টার্গেট করে সন্ত্রাসবাদীরা। কান্দাহারের এক শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটে বলে খবর নিশ্চিত করেছে এএফপি। এই ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত ৩২ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহরের কেন্দ্রীয় হাসপাতালের এক চিকিৎসক সংবাদসংস্থাকে বলেন, আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত ৩২টি মৃত দেহ এবং ৫৩ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। তবে সংখ্যাটি বাড়তে পারে।”
একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন,তিনি তিনটি বিস্ফোরণের আওয়াজ শুনেছেন, একটি মসজিদের প্রধান দরজায়, আরেকটি মসজিদের দক্ষিণ প্রান্তে এবং তৃতীয়টি যেখানে মুসুল্লিরা অজু করেন সেখানে। যদিও বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে পূর্বের একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআই, যে কারনে কান্দাহারের এই ঘটনায় আইএসআই এর হাত থাকতে পারে বলে অনুমান বিশ্লেষকদের।