পুবের কলম ওয়েবডেস্কঃ অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কানাডা। দেশটিতে প্রখর দাবদাহ কমার কোনও লক্ষণ নেই। এদিকে বিভিন্ন গ্রাম্য অঞ্চলকে গ্রাস চলেছে দাবানলের লেলিহান শিখা। তীব্র গরমে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৯ জনে। কর্তৃপক্ষ বলছে– অতিরিক্ত তাপমাত্রায় মৃত্যুর হার আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। রেকর্ড ভাঙা তাপমাত্রায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। চলতি সপ্তাহে দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানকার প্রধান লিসা লাপয়েন্তে শুক্রবার বাসিন্দাদের বলেন– ‘অনুগ্রহ করে পরিবার– বন্ধুবান্ধব– প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোজ নিন।’ তাপদাহের মধ্যেই যুক্ত হয়েছে দাবানল। এতে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। কলম্বিয়ার ফায়ার সার্ভিস একাধিক দাবানলের কথা জানিয়েছে। দমকল বাহিনীর মুখপাত্র এরিক বার্গ জানিয়েছেন– ‘নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে দাবানল। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।‘ হিট ডোম’এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয় তাকে ’হিট ডোম’ বলা হয়। মারাত্মক এই তাপদাহের কারণে মৃত্যুমিছিল দেখছে কানাডা।