পুবের কলম ওয়েবডেস্কঃ ফের হিট এন্ড রানের ছায়া দেখা গেল। তবে এবার ঘটনাস্থল হাদরাবাদ।সোমবার ভোরে হায়দরাবাদের সাইবারবাদ এলাকার ইনোর্বিট মলের কাছে একটি দ্রুতগামী অডি গাড়ির চালক গাড়িটিকে নিয়ে একটি অটোরিকশায় ধাক্কা দেওয়ার পরে গুরুতর আহত হন এক ৩৮ বছর বয়সী এক যুবক। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।তিনি একটি পাবে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
হায়দরাবাদ পুলিশ মঙ্গলবার আরও জানিয়েছে, অভিযুক্তরা একটি পার্টিতে অ্যালকোহল সেবন করেছিল এবং জুবিলি পাহাড়ের দিকে ফিরছিল তারা যখন দ্রুতগতিতে অটোরিকশায় ধাক্কা দেয়, অডি চালক সুজিথ ও তার বন্ধু আশীষের বিরুদ্ধে পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। হিট-এন্ড-রান মামলায় মূল আসামি সুজিথ, তার বাবা রঘুনন্দন রেড্ডি এবং সুজিথের বন্ধু আশিসকে পুলিশ গ্রেপ্তার করেছে।আরও চারজন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। রাস্তার ধারে থাকা সিসিটিভিতে পুরো ঘটনার ছবি ধরা পড়েছে বলে জানাচ্ছে হায়দরাবাদ পুলিশ ।