পুবের কলম,ওয়েবডেস্ক: এক-তৃতীয়াংশ কম দামে বিক্রি হচ্ছে আপেলের বক্স। নির্বিচারে চলছে লুট। এবার প্রিয়াঙ্কা গান্ধির নিশানায় আদানি গ্রুপ। হিমাচলে আদানি গ্রুপ কৃষিপণ্যের ক্রয় মূল্য (ন্যূনতম মূল্য) প্রকাশ করার পর থেকে আপেলের বক্সের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে বলে অভিযোগ প্রিয়াঙ্কার।
প্রিয়াঙ্কা এদিন বলেন, এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। আদানি তাঁদের সমস্যা আরও বাড়িয়ে তুলছেন। নির্বিচারে গরীব কৃষকদের ‘লুটছেন’ আদানি। অথচ এ বিষয়ে নীরবতা পালন করছেন কেন্দ্রীয় সরকার। দুর্যোগের সময় আদানির এহেন আচরণ সত্যি লজ্জাজনক। যদিও সংশ্লিষ্ট বিষয়ে আদানি গ্রুপের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
आपदा के इस कठिन दौर में जहाँ हिमाचल प्रदेश के बाग़बानों पर पहले से ही परेशानियों का पहाड़ टूट रहा था, प्रधानमंत्री जी के मित्र अडानी उनकी परेशानियों को क्यों बढ़ा रहे हैं?
खबरों के मुताबिक़ अडानी के दाम जारी करने के बाद सेब की पेटियाँ पहले से एक तिहाई दाम में बिक रही हैं।
आपदा…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 6, 2023