পুবের কলম ওয়েবডেস্কঃ জাপান থেকে ১২ বছর আগে চলে আসেন তুরস্কে। এরপর গ্রহণ করেন ইসলাম ধর্ম। জাপানি তরুণ নাওকি ইয়ামামোতো
ইসলাম গ্রহণের পর থেকে তরুণ এই শিক্ষাবিদ জাপানিদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছেন।
জাপানে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের ইসলাম সম্পর্কে জানতে তুরস্কে আমন্ত্রণ করেন এবং তুরস্কে অবস্থানরত জাপানিদের ইসলামিক শিক্ষা সম্পর্কে অবহিত করেন।
ইয়ামামোতো সম্প্রতি তুরস্কের কোনিয়া প্রদেশে অনুষ্ঠিত ইসলাম ধর্ম গ্রহণ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি নিজের ইসলাম গ্রহণ ও তুরস্কে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ইসলামের নৈতিক ও সামাজিকতা তাকে মুগ্ধ করে এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইয়ামামোতো আরও বলেন ইসলামের প্রতি জাপানিদের আগ্রহ ও সেখানে ইসলাম গ্রহণের হার উভয় বাড়ছে জাপানে। জাপানের মুসলিম দের ইসলাম নিয়ে আরও প্রগাঢ় ভাবে শিক্ষিত করতে অনলাইনে ক্লাসও নেন ইয়ামামোতো।