বিশেষ প্রতিবেদন: বন্দুক সহিংসতা বিষয়ক এক ওয়েবসাইটের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত আমেরিকায় বন্দুক সহিংসতায় ২৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দিন দিন এ ধরনের ঘটনা বাড়ছে দেশটিতে। অস্ত্র আইন আরও কঠোরের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন মার্কিনিরা। এর পক্ষে আছেন জো বাইডেনও। কিন্তু নানা জটিলতায় আটকে আছে অস্ত্র আইন কঠোর করার বিষয়টি। জানা গিয়েছে, ২০২১ সালে আমেরিকায় গুলিতে রেকর্ড সংখ্যক শিশু নিহত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স প্রকাশিত এক নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে দেখা যায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় ৪ হাজার ৭৫২ জন শিশু নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪০০ বেশি। ২০২০ সালে দেশটিতে একইরকম ঘটনায় ৪ হাজার ৩৬৮ শিশু নিহত হয়েছিল। আর ২০১৯ সালে শিশু নিহতের সংখ্যা ছিল ৩ হাজার ৩৯০ জন। বন্দুক সহিংসতায় শিশু মৃত্যুর হার বাড়া নিয়ে আতঙ্কে রয়েছেন শিশু চিকিৎসকরা। চিকিৎসক অ্যন্ড্রুজ বলেন, ‘আমি যখন চিকিৎসক হই তখনও ভাবিনি যে এত শিশু গায়ে বুলেটের ক্ষত নিয়ে আসবে এবং আমাকে তাদের চিকিৎসা করতে হবে।’ গবেষণায় আরও দেখা গেছে, বন্দুকের গুলিতে হত্যার শিকার প্রায় ৬৭ শতাংশই কৃষ্ণাঙ্গ। আর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করা শিশুদের মধ্যে প্রায় ৭৮ শতাংশ শেতাঙ্গ।