পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবারই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেছে বিজেপি। আর এই দিনেই আবার উত্তবঙ্গ সফরে রওনা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।,বিজেপি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চায় বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এক সপ্তাহের সফরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। সোমবার দুপুরে বাগডোগরায় পৌঁছাবেন। এর আগে দিল্লিতে গিয়ে একাধিক কেন্দ্রীয়মন্ত্রী– রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দু’বার বৈঠক করেন। আর তারপরই তাঁর এই উত্তরবঙ্গ সফর। সবমিলিয়ে জল্পনা আরও গাঢ় হয়েছে। আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা প্রকাশ্যেই বলেছেন– তাঁরা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে চান। যদিও বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে– তারা বার্লারের এই বক্তব্যকে সমর্থন করে না। যদিও বার্লা নিজের দাবিতে অনড়। তিনি বিষয়টি নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বোঝাবেন বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। টু্যইট করে নিজের এই সফরের কথা ঘোষণা করেছেন রাজ্যপাল। ঠিক কি কারণে সোমবার থেকে তিনি এই উত্তরবঙ্গ সফর শুরু করছেন তা অবশ্য জানাননি রাজ্যপাল। রবিবার বিকেলে একটি টু্যইট করে রাজ্যপাল জানান– এক সপ্তাহের জন্য তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। একইসঙ্গে তিনি জানান– সোমবার বেলা ১টা ৪০ মিনিট নাগাদ বাগডোগরা বিমান বন্দরে পৌঁছাবেন– সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারপর কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন। তাঁর এই আচ্মকা উত্তরবঙ্গ সফরের কারণ আজ সোমবার কিছুটা আঁচ পাওয়া যতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে– উত্তরবঙ্গেও বিজেপিতে ভাঙনের প্রবল আশংকা। আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে খবর। সোমবার তাঁর সঙ্গে আরও ৬ বিজেপি নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে খবর। এবারের বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে ৫টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে এই গঙ্গাপ্রসাদের বড় ভূমিকা ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। বহুদিন ধরেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন গঙ্গাপ্রসাদ। ২০১৯ লোকসভা ভোটের আগে আলিপুর দুয়ারের বিজেপির জেলা সভাপতির দায়িত্ব পান তিনি। লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির ভাল ফলের পিছনে তাঁরই হাত ছিল বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। সবমিলিয়ে উত্তরবঙ্গ নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।