পুবের কলম, ওয়েবডেস্ক: ফের সেই পুরনো দিন ফিরতে চলেছে। করোনা আবহে সংক্রমণ নিয়ন্ত্রণে ট্রেনের মধ্যে বালিশ, চাদর তোয়ালে দেওয়া বন্ধ রাখা হয়েছিল। যাত্রী সুরক্ষায় এই বিশেষ ব্যবস্থা নিয়েছিল ভারতীয় রেল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবার ফের যাত্রীদের বালিশ, কম্বল দেওয়া শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন ভারতীয় রেল।
রেল মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী জোনাল রেলওয়েতে যাত্রীদের চাদর, বালিশ, কম্বল দেওয়ার সুবিধা ফিরিয়ে আনা হচ্ছে। প্রসঙ্গত, প্রায় দুবছরেরও বেশি সময় পর এখন থেকে ট্রেন যাত্রার কালে যাত্রীদের বেড রোল সরবরাহ করা হবে। আর এই বিষয়ে প্রথম পদক্ষেপ করেছে উত্তর-পূর্ব রেল। এর মধ্যে লখনউ বিভাগের ৩৬ জোড়া ট্রেন, বারাণসী বিভাগের ১৩ জোড়া এবং ইজ্জতনগর বিভাগের ৫ জোড়া ট্রেন অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত সব কোচে পর্দাও ফেরানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় পাঁচ মাস আগেই উত্তর-পূর্ব রেল এবং বারাণসী থেকে আসা সমস্ত ট্রেনগুলিতে লিনেন সরবরাহ শুরু হয়েছিল। উত্তর পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, ৫৪ জোড়া ট্রেনের ৭৮টি রেকে যাত্রীদের লিনেন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বারাণসী এবং ইজ্জতনগর বিভাগের সমস্ত ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে লিনেন সরবরাহ করা হচ্ছে। ট্রেন যাত্রার সময় যাত্রীদের সুবিধার্থে উত্তর-পূর্ব রেলওয়ে এবং লখনউ ডিভিশনের অবশিষ্ট ট্রেনগুলির শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে লিনেন সরবরাহ শুরু হয়েছে।
করোনার কারণে ট্রেনের মধ্যে বালিশ, তোয়ালে, চাদর দেওয়া বন্ধ করে দেওয়া করেছিল। এবার আবার পুজোর মুখে সেই পরিষেবা শুরু হওয়ার ফলে ট্রেন যাত্রীদের মধ্যে খুশির হাওয়া।