শুভজিৎ দেবনাথ, পুবের কলম পোর্টালের খবরের জের গয়েরকাটা হাই স্কুলের সামনে থাকা সীমান্ত প্রাচীরে অশ্লীল ছবি এবং অশ্লীল ভাষায় লেখা গালিগালাজ অবশেষে মুছে ফেলার উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। পুবের কলম পোর্টালে এই খবর করে, আর এই খবর হতেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ এবং গ্রাম পঞ্চায়েত।
শনিবার দুপুর থেকেই শুরু হয় দেওয়ালের লেখা গুলি মুছে ফেলার কাজ। কোন কর্মী না পেয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি দেবার্ঘ্য চৌধুরী নিজে অন্যান্য কর্মীদের নিয়ে নিজেদের হাতেই দেওয়ালের লেখা ছবি মুছে ফেলতে চুন দিয়ে রঙ করতে শুরু করেন। তড়িঘড়ি মুছালা হয় সমস্ত দেওয়ালের অশ্লীল চিত্র এবং লেখা। আর এই উদ্যোগে রীতিমতো খুশি অভিভাবক থেকে পড়ুয়ার।
গতকাল রাতে পুবের কলম পোর্টালে প্রথম এই খবরটি করা হয়। “ওটাই স্কুলে ঢোকার রাস্তা,দেওয়ালে লেখা এমন কিছু বিষয়,যা দেখে চোখ নামাতে হচ্ছে ছাত্রীদের” এই শিরোনামে খবরটি প্রকাশিত হয়। খবর প্রকাশিত করে আলোড়ন পড়ে যায় গোটা এলাকায়। নড়ে চড়ে বসে পরিচালন সমিতি এবং সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। স্কুলের খেলার মাঠের এই প্রাচীর তৈরি করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আর সেই প্রাচীরের গোটা দেওয়াল জুড়ে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি গালি গালাজ লেখা হয়েছিল আর যা দেখে রীতিমতো মাথা নিচু করেই স্কুলে যেতে হতো ছাত্রী দের প্রতিদিন।
স্কুল পরিচালন সমিতির সভাপতি দেবার্ঘ্য চৌধুরী বলেন, আমাদের নজরে বিষয়টি আসার পরেই আমরা সাথে সাথে সেটি মুছে ফেলার জন্য নিজেরাই উদ্যোগ গ্রহণ করি। সাকোয়াঝোরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়। সংবাদ মাধ্যমে খবরটি দেখতে পাই প্রথম।আমার আগে জানা ছিল না, কারণ আমি সদ্য পরিচালন সমিতির সভাপতি দায়িত্ব পেয়েছি। আমরা চিহ্নিত করার চেষ্টা করছি কারা এই ধরনের কাজটি ঘটিয়েছে।