পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী ওষুধকে বিশ্বমানের মান নিশ্চিত করে তা বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। মঙ্গলবার গুজরাটের জামনগরে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাথ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ডঃ টেড্রোস ঘেব্রিয়েসাসের উপস্থিতিতে ‘হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেখানেই ভারতের প্রাচীন ওষুধ নিয়ে এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারির সময়ে মানুষ আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ-এর দিকে আগ্রহী হয়েছে। বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী ওষুধের জন্য প্রথম এবং একমাত্র গ্লোবাল কেন্দ্র হতে চলেছে জামনগরের এই কেন্দ্রটি। বিশ্বব্যাপী সুস্থতার উপায় খুঁজতে একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে এটিকে। সমগ্র মানবজাতির সেবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভারত এই পদক্ষেপকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে।
মোদি বলেন, করোনা অতিমারির পরে বিশ্ব এক নতুন চিকিৎসা ব্যবস্থার অনুসন্ধান পেয়েছে। আর সামগ্রিক সুস্থ থাকার সঙ্গে সুষম খাদ্যের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। প্রতিটি মানুষের সেই সুস্থতা ‘চূড়ান্ত লক্ষ্য’ হওয়া উচিত। এই পারস্পরিক পদক্ষেপ বিশ্বের মানুষকে উন্নত চিকিৎসা দিতে সাহায্য করবে। এটি স্বাধীনতার অমৃত মহৎসবের অংশ।
এদিনের অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ডঃ টেড্রোস ঘেব্রিয়েসাস বলেন, এটি সত্যিই একটি আন্তর্জাতিক প্রকল্প। এর অর্থ হল ভারত বিশ্বের কাছে পৌঁছবে, অন্য দিকে সমগ্র বিশ্বও ভারতে আসবে। আগামী ২৫ বছরে ভারতের প্রতিটি পরিবার পারম্পরিক ওষুধের উপর নির্ভর করবে।
মঙ্গলবার মঞ্চে উঠেই গুজরাটি ভাষায় সকলকে অবাক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডঃ টেড্রোস ঘেব্রিয়েসাস বলেন, ‘কেমছো.. মাজামা?’ এই কথা শুনে উচ্ছ্বসিত হন প্রধানমন্ত্রী।