দেবশ্রী মজুমদার, রামপুরহাট: নবম শ্রেণির ছাত্রী এক নাবালিকা কে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে তেরো বছর সশ্রম কারাদণ্ডের সাজা শোনালেন অতিরিক্ত জেলা ও দায়রা ( পক্সো) আদালত বিচারক সুদীপ্ত ভট্টাচার্য্য।
আদালত সূত্রে জানা গেছে, তিন বছর আগে বারো ডিসেম্বর টিউশন পড়তে যাওয়ার দিন নিখোঁজ হয় নাবালিকা ছাত্রীটি। ছাত্রীটির বাড়ি মুরারই হলেও, নলহাটিতে মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো সে। ঘটনার পাঁচ দিন পর সতেরো ডিসেম্বর নলহাটি থানায় নিখোঁজ ডাইরি হয় পরিবারের তরফে। তার কিছু দিন পর অভিযুক্ত খোকন মণ্ডল ফোন করে জানায়, খোঁজ করে লাভ নেই, তারা ভালো আছে। সেই ফোন নংয়ের সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্তের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণা, তবে নাবালিকাকে নিয়ে সে পূর্ব মেদিনীপুরে আছে। যেহেতু পড়ুয়া নাবালিকা, পক্সো ধারায় আদালতে মামলা হয়। দুহাজার উনিশের সাতাশে জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রবাল বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারক অভিযুক্তকে ভারতীয় দণ্ড বিধির তিনশো তেষট্টি ধারায় পাঁচ বছর জেল, দশহাজার জরিমানা, অনাদায়ে তিন মাসের অতিরিক্ত কারাবাস, পক্সো ছয় ধারায় তেরো বছরের সশ্রম কারাদণ্ডের সাজা সহ পঁচাত্তর হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত আট মাস কারাবাসের সাজা এবং পাশাপাশি নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।