পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হল ইসরাইল। হামাসের সঙ্গে আলোচনা শুরু করতে প্রতিনিধিদল পাঠানোয় অনুমোদন দিয়েছেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কায়রোতে প্রতিনিধিদল পাঠানো হবে বলে জানা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা প্রধানদের পরিস্থিতি বিবেচনায় কাজ করার সুযোগ দিয়েছেন নেতানিয়াহু। গত সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস করে। নিরাপত্তা পরিষদ গাজায় ইজরাইল ও ফিলিস্তিন হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলা হয়। পাশাপাশি পণবন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার কথাও বলা হয়।
অন্যদিকে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে কড়া নির্দেশ দেয় আন্তজার্তিক আদালত। গত বৃহস্পতিবার খাদ্য সংকটে হাহাকার গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য ইসরাইলকে সীমান্ত ক্রসিং খুলে দিতে নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘের আদালত। আদালত বলেছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আরও সীমান্ত ক্রসিং খোলাসহ মানবিক সহায়তা বাড়াতে হবে। এই আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে ইসরাইলকে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ইসরাইলি সামরিক বাহিনী যেন গাজায় কোনো অভিযান না চালায় সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়।