পুবের কলম ওয়েবডেস্কঃ এবার মাস্ক মুক্তি ঘটতে চলেছে স্প্যানিশদের। আগামীকাল ২৬ জুন থেকে স্পেনে আর বাধ্যতামূলক নয় মাস্ক পরা। এমনটাই জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ।
প্রধানমন্ত্রী স্যানচেজ জানিয়েছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বেরোলে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। জানা গিয়েছে, করোনার সংক্রমণ দেশে বিপজ্জনক রূপ নিতেই একাধিক কঠিন সিদ্ধান্ত নেয় স্পেনীয় প্রশাসন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল।
করোনার করাল গ্রাসে বিধ্বস্ত হয়েছিল স্পেন। স্পেনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ লক্ষ ৫৩ হাজার ২২৮ জন। দেশে করোনার বলি এখনও পর্যন্ত ৮০ হাজার ৬৩৪ জন।
এরপর শুরু হয় দেশটিতে টানা লকডাউনের পাশাপাশি কঠোরভাবে কোভিড প্রটোকল মেনে চলা। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। মাস্ক না পড়লেই আদায় করা হত মোটা অঙ্কের জরিমানা।
অবশেষে মিলেছে সুফল আগামীকাল থেকে আর বাধ্যতামূলক নয় স্পেনে মাস্ক পরা।স্পেন মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।