পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নতুন উদ্যোগ নিল রেল। আগামী বছরের আগস্ট মাসের মধ্যে আরও ১০টি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালু করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। বর্তমান সময়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন দুটি রুটে চলে। এবার থেকে আরও ৪০টি শহরে চলবে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। ইতিমধ্যেই সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় রেল। নতুন দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, তিনি নিজে সমস্ত প্রোজেক্ট খতিয়ে দেখছেন।
প্রসঙ্গত, বন্দে ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্রুতমানের ট্রেন। এটি চালানোর কোনও জন্য ইঞ্জিনের প্রয়োজন পড়ে না। ২০১৯-এ প্রথম চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা। বর্তমানে দিল্লি থেকে বারাণসী ও অপরটি দিল্লি থেকে কাটরা এই দুটি রুটে ট্রেন চলে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেনটি তৈরি করেছে হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিং সংস্থা ‘মেধা’।