পুবের কলম, ওয়েবডেস্কঃ মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মুর্শিদাবাদ জেলায় প্রাণ হারালেন চারজন। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার তালকুন্দি তে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সকাল বেলা স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ওই চায়ের দোকানে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের। পলাতক ঘাতক ডাম্পারের খালাসি ও চালক। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।