পুবের ওয়েবডেস্ক : বিজেপিতে যোগ দিতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী সোমবার গেরুয়া শিবিরে তাঁর যোগদানের কথা। দীর্ঘদিন ধরে চলা জল্পনাকে সত্যি করে এবার বিজেপিতে যোগদান করবেন ক্যাপ্টেন। তবে এর আগে বার বার বিজেপিতে যোগদানের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি।
অমরিন্দরের যোগদানের সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে মিশে যাবে ক্যাপ্টেনের দল পঞ্জাব লোক কংগ্রেস, এমনটাই জানানো হয়েছে দলীয় মুখপাত্রের তরফে। মার্চ মাসে পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন অমরিন্দর।
পঞ্জাব লোক কংগ্রেস (পিএলসি) মুখপাত্র প্রিতপল সিং বালিয়াওয়াল জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর অমরিন্দরের সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেসের সঙ্গে বিজেপি মিশে যাবে।
প্রিতপল সিং একটি ট্যুইট বার্তায় জানিয়েছেন, ‘সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অমরিন্দর সিং বৈঠক করেন। দুজনের মধ্যে সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। জাতীয় নিরাপত্তা, পঞ্জাবের মাদক-সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান মামলা এবং পঞ্জাবের সামগ্রিক উন্নয়নের ভবিষ্যত রোডম্যাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা অমরিন্দর সিং বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়েছিলেন। অমরিন্দরের দল যদি বিজেপির সঙ্গে মিশে যায়, তাহলে পাঞ্জাবে বিজেপির শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
পঞ্জাবে বিধানসভা ভোটের ঠিক আগে সিধুকে নিয়ে প্রবল বিবাদের জেরে কংগ্রেস ছাড়েন তিনি। পঞ্জাব কংগ্রেসের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল সিধুর উপরে। তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন অমরিন্দর। তারপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে চরণজিৎ চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়। ক্ষোভে অপমানে কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করেন অমরিন্দর সিং। পঞ্জাবে ভোটের আগে নিজের দল গড়লে প্রথমে বিজেপিকে সমর্থন করেননি ক্যাপ্টেন অমরিন্দর সিং।
কৃষক আন্দোলনে চাষিদের পাশে দাঁড়িয়ে বিল প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তিনি। পরে মোদি সরকার বহু বিতর্কিত কৃষক বিল প্রত্যাহার করলে প্রতিশ্রুতি রাখেন অমরিন্দর। বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন অমরিন্দর সিং। তখন থেকেই অমরিন্দরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হয়। তবে সেই সময় সব জল্পনা উড়িয়ে দেন ক্যাপ্টেন। এবার সেই বিজেপিতেই যোগদান করতে চলেছেন অমরিন্দর সিং।