পুবের কলম ওয়েবডেস্কঃ অসম, ত্রিপুরার পর এবার গোয়া। কয়েকদিন আগেই ডেরেক ও ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় গোয়ায় পা রাখার পর থেকেই শুরু হয়ে যায় তীব্র জল্পনা।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সর্ব ভারতীয় ক্ষেত্রে নিজেদের শক্তি বাড়াচ্ছে তৃণমূল। সূত্রের খবর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো যোগ দিতে চলেছেন তৃণমূলে।
জানা যাচ্ছে মঙ্গলবারেই তিনি আসছেন কলকাতায়। বুধবারে যোগ দিতে পারেন জোড়াফুল শিবিরে।
লুইজিনহো সোমবার কংগ্রেস ছাড়ার পর টুইট করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেন।
“নরেন্দ্র মোদিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ফর্মুলা বাংলায় জিতে গিয়েছে।” এর পরই কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি”। এই ভাবে মমতার প্রশংসা করে কংগ্রেস ছাড়ার পরেই জোরদার হয়েছে তৃণমুলে যোগদানের জল্পনা।