পুবের কলম ওয়েব ডেস্কঃ মক্কা ও মদিনা ইসলামের দুই পবিত্র শহর। এই দু’ই শহর ঘুরে দেখা এবং জীবনে অনন্ত একবার কাবা শরীফে তাওয়াফ করা প্রতিটি মুসলিমের স্বপ্ন । হজ এবং উমরাহের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়। করোনা কালে হজ এবং উমরাহ স্বাভাবিক ছিল না। সংক্রমণের আশংকায় তাতে বাধা এসেছিল। কোভিড পরবর্তী সময়ে হজ এবং উমরাহ করতে পেরে তাই অনেকেই নিজেকে নতুন করে ধন্য মনে করেছেন। এই দলে এবার নাম লেখালেন আমেরিকান প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন এবং ফিলিস্তিনি-আমেরিকান হিপ হপ তারকা এবং প্রযোজক ডিজে খালেদ। জুম্মাবার মক্কায় উমরাহ সম্পন্ন করেছেন তাঁরা । সামাজিক মাধ্যমে দু’ই তারকার ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছে হারাম শরীফ কর্তৃপক্ষ।
শুধু তাই নয় শুক্রবার রাতে ডিজে খালিদ ওরফে মুহাম্মদ খালিফ তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে, ইহরাম বাঁধা অবস্থায় মাইক টাইসন ওরফে মালিক আবদুল আজিজ ও তাঁর আব্বার ছবি পোস্ট করেছেন।
মাইক টাইসন আমেরিকার প্রাক্তন হেভিওয়েট বক্সার। ১৯৮৫ সালের ৬ মার্চ বক্সিংয়ে টাইসনের অভিষেক হয়। একের পর এক বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব যোগ হতে থাকে তাঁর অর্জনের তালিকায়। ১৯৯২ সালে সুখ্যাতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছন তিনি। সেই বছরই ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর নামে। এরপর তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হয় টাইসনকে। সাজা শেষে নিজেকে গুছিয়ে নিতে তৎপর হন। গ্রহণ করেন ইসলাম । ২০১০ সালে ইসলাম গ্রহণের পর এই প্রথমবার হজে গিয়েছেন তিনি।
অন্যদিকে খালিদ মুহাম্মদ খালিদ পেশাগত ভাবে ডিজে খালিদ নামে পরিচিত একজন আমেরিকান ডিজে । সংগীত চর্চার পাশাপাশি তিনি একজন লেখকও। ‘দ্য কি’ নামক তার একটি বই নিউ ইয়র্ক টাইমসের সেরা বিক্রেতার তালিকায় স্থান পেয়েছে।
ডিজে খালেদ অভিনেতাও। স্পাইস ইন ডিসগাইজ (২০১৯) এবং ব্যাড বয়েজ ফর লাইফ (২০২০) ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৭৫ সালের ২৬ নভেম্বর লুইসিয়ানার নিউ অরলিন্সে জন্মগ্রহণ করেন খালেদ। জন্মসূত্রে ফিলিস্তিনি হলেও বর্তমানে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
উমরাহ পালন নিয়ে খালিদ তাঁর সামজিক মাধ্যমে একাধিক ভিডিও শেয়ার করেছেন। উমরাহ পালন করে একটু বেশি আবগপ্রবণ হয়ে পড়েন তিনি। খালিদ বলেন ‘ আমার স্বপ্ন ছিল জীবনে একদিন হলেও মক্কায় যাব। কাবা শরীফ দেখব। কালো গিলাফ ছুঁয়ে দেখব। আজ সেই স্বপ্ন পূরণ হল। খালিদ মুহাম্মদ খালিদের উমরাহতে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।