পুবের কলম, ওয়েব ডেস্ক: গালওয়ান সংঘর্ষের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। তবুও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি রীতিমতো থমথমে। ভারত ও চিনের কয়েক হাজার সৈনিক মুখোমুখি ঘাঁটি গেড়ে রয়েছে। এহেন পরিস্থিতিতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিতীয়বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
বুধবার তাজিকিস্তানে ‘সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন’-এর সদস্য দেশগুলির বৈঠকের ফাঁকে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শংকর। দুই দুঁদে কুটনীতিবিদের আলোচনার কেন্দ্রবিন্দু যে লাদাখ, তা একপ্রকার স্পষ্ট। এর আগে গত সেপ্টেম্বর মাসে মস্কোয় বৈঠক করেছিলেন তাঁরা। তাৎপর্যপূর্ণ ভাবে, ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সৈনিকদের মধ্যে হওয়া ভয়াবহ সংঘাতের পর এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন জয়শংকর ও ওয়াং ই। বলে রাখা ভাল, লাদাখে চিনা আগ্রাসন নিয়ে চিনকে বেশ কড়া ভাষায় বার্তা দিয়েছিলেন জয়শংকর।