পুবের কলম, ওয়েবডেস্ক: বিকল্প শক্তির সন্ধানে ভারত। যতদিন যাচ্ছে ততই প্রাকৃতিক সম্পদের ভান্ডার শূন্য হচ্ছে। এই পরিস্থিতি এবার প্রাকৃতিক গ্যাসের ভান্ডার যাতে যথাযথ থাকে সেকারণে হাইড্রোকার্বন রাখার পুরানো কুয়োগুলিকে ফের ব্যবহার করার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। গোটা বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারকে শূন্য হয়ে যাবে। ফলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবিষয়ে জোর দিতে চাইছে সরকার। শুক্রবার এমনটাই জানিয়েছে ন্যাচারাল গ্যাস কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। তিনি বলেন, তিন থেকে চার বিলিয়ন কিউবিক মিটার গ্যাসকে মজুত রাখার মতো ব্যবস্থা তৈরির কথা ভাবা হচ্ছে।
ভারত বর্তমানে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার আরও বৃদ্ধি করতে চাইছে। ২০৩০ সালের মধ্যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে এর পরিমাণ ৬.২ শতাংশ মাত্র। প্রতিবছর ভারত ৬০ বিসিএম গ্যাস ব্যবহার করে। আগামী দিনে যদি বিদেশের বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসার ক্ষেত্রে সমস্যা হয় তবে ভারতের নিজস্ব প্রাকৃতিক গ্যাস দিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে।