পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যে বর্ষার আগমন ঘটে গেছে, এবারের বর্ষা খুব একটা সুখকর নয় কারোর কাছেই| শুধু শহরাঞ্চল নয় গ্রামে গঞ্জেও অথৈ জল| জলে কারোর বাড়ির একতলায় গোড়ালি ডোবাজল আবার কারোর হাঁটু জল| তার সাথেই বেড়েছে জলবাহিত রোগ| কোনো কিছুতেই যেন রেহাই মিলছেনা আম জনতার| তবে এবার জোড়া ঘূর্ণাবর্ত আর মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণের কারণে, জেলায় জেলায় ভারী মাত্রায় বৃষ্টি পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাখানেক ধরে মুষলধারে বৃষ্টি,আগামী চার দিনেও কমবে না এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজবে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা মৌসুমী বায়ু এখন ঝাড়খণ্ড ও রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত মজুত রয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তের কারণেই দুই জেলায় ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী ২৪ জুনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।২৬ জুন সীমান্তবর্তী জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনার কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জোলাতেও ভারী বৃষ্টিপাত হবে|