পুবের কলম ওয়েবডেস্কঃ থমাস কাপের ফাইনালে প্রথমবার উঠেই সোনা জিতে ইতিহাস ছুল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। এর আগে ব্যাডমিন্টনের বিশ্বকাপ অর্থাৎ থমাস কাপে ভারতের সেরা সাফল্য ছিল ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালে সেমিফাইনালে ওঠা। রবিবারেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। পাঁচের মধ্যে প্রথম তিনটি ম্যাচই জিতে নেন ভারতীয় শাটলাররা।
এর আগে ১৪ বার থমাস কাপ জিতেছে ইন্দোনেশিয়া। হেন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনালের প্রথম ম্যাচেই জয় পায় ভারত
উল্লেখ্য থমাস কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েন ভারতীয় পুরুষ দল। ১৯৪৯ সাল থেকে শুরু হয়েছে ব্যাডমিন্টনের এই ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট। এই প্রথম ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে ডেনমার্ককে পরাজিত করে ভারত। খেলার ফল ছিল ৩-২। এরপরেই শুরু হয়ে যায় ভারতীয় দলের বাঁধভাঙা উচ্ছ্বাস।
ফাইনালেও সেই স্বপ্নের পারফরফরম্যান্স ধরে রাখলেন তারা। সেমিফাইনালে যেখান থেকে শেষ করেছিলেন লক্ষ্য সেনরা। রবিবার যেন সেখান থেকেই শুরু করলেন তারা।