পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পশ্চিম ইউরোপ। জার্মানিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জন। পশ্চিম ইউরোপ জুড়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫০ জন। নিখোঁজ প্রায় ১৩০০’র বেশি মানুষ। ভারী বৃষ্টিপাতের প্রভাবে বিপর্যস্ত সুইৎজারল্যান্ড, বেলজিয়াম, লাক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। যেখানে প্রধানমন্ত্রী মার্ক রুট দক্ষিণ প্রদেশে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার শনিবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। এদিন এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘অবস্থা এতটাই খারাপ যে, মানুষ সারাজীবন যা সঞ্চয় করেছিল, সবই প্রায় বন্যায় ভেসে গেছে।’
এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধারকার্যে দেরি হচ্ছে। উদ্ধারকাজ চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী নিহত হয়েছেন। বাড়ছে স্বজনহারানোদের হাহাকার। প্রায় ১ লক্ষের ওপর বাড়ি বিদ্যুৎহীণ, রাস্তাঘাট ভেঙেচুরে গেছে।
বেলজিয়ামে বন্যায় প্রাণ গেছে ১২ জনের। লুক্সেমবুর্গ ও নেদারল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জার্মানির বন্যা পরিস্থিতিই সবচেয়ে ভয়াবহ। জার্মানির আবহাওয়াবিদেরা বিভিন্ন এলাকায় আরও ভারী বৃষ্টির আভাস দিয়েছেন। সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বুধবার সারা দিন ও বৃহস্পতিবার রাতজুড়ে প্রচণ্ড বৃষ্টির কারণে রাইন ও মোজেল নদীর শাখা পাহাড়ি নদীগুলোর দুই কূল উপচে যায়।