পুবের কলম ওয়েবডেস্কঃ অভিনব কায়দায় ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হল জম্মু বিমানঘাঁটিতে। এই প্রথম এই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটল ভারতে।তদন্ত শুরু করেছে এনআইএ।সংবাদসংস্থা সূত্রের খবর এখনও পর্যন্ত দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জখম হয়েছেন দুজন। কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।
সংবাদসংস্থা সূত্রের খবর শনিবার গভীর রাতে প্রায় রাত একটা বেজে পয়তাল্লিশ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণটি ঘটান হয়।বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ। পাঁচ মিনিটের ব্যবধানে ঘটান হয় ড্রোন উড়িয়ে দ্বিতীয় বিস্ফোরণ।
উল্লেখ্য দেশের অন্যান্য বিমানবন্দরের তুলনায় জম্মু বিমানবন্দরের নিরাপ্ততা ব্যবস্থা অনেক বেশি আটসাঁটো। ড্রোনের মাধ্যমে হামলা চালানো হল তা কেন সেনার র্যাডারে ধরা পড়লনা। এই বিস্ফরণের পেছেনে কি পাক যোগ রয়েছে? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে।
বিমানঘাঁটির হ্যাঙ্গারের খুব কাছেই এই বিস্ফোরণ ঘটান হয়। ঘটনাস্থলে রয়েছেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের পাশাপাশি ফরেন্সিক, ভারতীয় বায়ুসেনার সদস্যরা এবং জম্মু পুলিশ।