পুবের কলম ওয়েবডেস্কঃ বাস স্টপ থেকে মিলল ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের অত্যন্ত গোপন নথি। রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের সাম্প্রতিক তথ্য সংবলিত গোপন নথিগুলি কেন্ট শহরের একটি বাস স্টপ থেকে কুড়িয়ে পাওয়ার পর সেগুলিকে সরকারি দফতরে ফেরত পাঠানো হয়েছে। ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কী সিদ্ধান্ত নিতে পারে– তার বর্ণনা রয়েছে নথিগুলির একটিতে। অপর এক নথিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার বলছে– গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র বলেছেন– মন্ত্রকের একজন কর্মী নথি হারিয়ে যাওয়ার বিষয়ে রিপোর্ট করেছিলেন। ওই মুখপাত্র এর বেশি আর কিছু বলতে অস্বীকৃতি জানান। ৫০ পৃষ্ঠার এই গোপন সামরিক নথিটি ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্ট শহরের একটি বাস স্টপের পিছনে পাওয়া যায়। নথিগুলি খুঁজে পাওয়া ব্যক্তি যখন বুঝতে পারেন এগুলো সরকারের কোনও গোপন কাগজপত্র তখনই তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ফোন করেন। নথিগুলো যাচাই করে বিবিসি বুঝতে পারে এগুলো ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের কোনও উচ্চপদস্থ কর্মকর্তার দফতরে তৈরি।