সৈয়দ রহমান, ফরাক্কা: ফরাক্কা জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র শক্তি উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এক প্রেস বিবৃতি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পিআরও তাবিনা ওফাক জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে ২০৩.৫ বিইউ (বিলিয়ন ইউনিট) উৎপাদনের নজির গড়েছে ফরাক্কা এনটিপিসি। এই বৃদ্ধির হার ১৫.১ শতাংশ বলে জানানো হয়েছে।
বর্তমান বছরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আধুনিক প্রজন্মের চাহিদা বৃদ্ধি এবং উন্নত কর্মক্ষমতা বৃদ্ধিতে ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে এটা একটি গর্বের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এনটিপিসির মোট ইন্সটল ক্ষমতা ৭০,২৩৪ মেগাওয়াট। এনটিপিসি গ্রিন হাইড্রোজেন, বর্জ্য থেকে শক্তি এবং ই-গতিশীলতার মতো নতুন ব্যবসায়িক ক্ষেত্রে তার কর্মক্ষমতা প্রসারিত করছে বলে তাবিনা ওফাক মন্তব্য করেছেন।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এনটিপিসি ক্লিনার এবং সবুজ উৎসের মাধ্যমে শক্তি উৎপাদনে সৌর শক্তি, সবুজ হাইড্রোজেন বর্জ্য সহ বিভিন্ন ক্ষেত্রেও প্রবেশ করেছে বলে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালে মুর্শিদাবাদ জেলার নবারুন গ্রামের কাছে প্রয়াত শক্তিমন্ত্রী এবিএ গ: চৌধুরির উদ্যোগে এবং পৌরহিত্যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বিদ্যুৎ কেন্দ্রটির শিলান্যাস করেন।
১৯৮৬ সাল থেকে এই কেন্দ্রে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ফরাক্কা জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যবসায়িক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন সরবরাহের পাশাপাশি একাধিক সামাজিক প্রকল্পেও অংশগ্রহণ করে থাকে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।