আইভি আদক, হাওড়াঃ অ্যাপসের মাধ্যমে লোন দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা সামনে এলো হাওড়ায়। ব্ল্যাকমেল করে মহিলাদের আপত্তিকর ছবি সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছিল হাওড়ার যুবকের মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে। সাইবার ক্রাইম সেল ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। জানা গেছে, ব্ল্যাকমেলের পাশাপাশি যুবককে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। জয় চক্রবর্তী নামের ওই যুবক শেষমেষ হাওড়া সিটি পুলিশের দ্বারস্থ হয়েছেন। হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা জয় চক্রবর্তী, পেশায় এক প্রাইভেট সংস্থার চাকুরিজীবি। এবছরের মার্চ মাসের শেষের দিকে তিনি মোবাইলে একটি লোন অ্যাপ ডাউনলোড করে দশ হাজার টাকা লোন নিয়েছিলেন। তারপরেই প্রতারণার ফাঁদে পড়ে যান তিনি। অভিযোগ, সব টাকা শোধ করার পরে শুরু হয় ব্ল্যাকমেলিং। টাকা শোধের জন্য তিনি আরো কয়েকটি অ্যাপসের মাধ্যমে লোন নেন। এরপর চূড়ান্ত পর্যায়ে আরও ব্ল্যাকমেলিং শুরু হয়। মহিলাদের আপত্তিকর ছবি তাঁর ছবির সাথে সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হতে থাকে তাঁর মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে।এমনকি আরও টাকা না দিলে তাঁকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন জয়। তিনি হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল।