পুবের কলম, ওয়েব ডেস্ক: কুম্ভ মেলায় লক্ষ লক্ষ অংশগ্রহণকারীদের যে করোনা পরীক্ষা করা হয়েছিল তার অধিকাংশই ‘ভুয়ো’ এমন অভিযোগ উঠল এবার। করোনা কালে কুম্ভমেলায় ভিড় নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। যদিও করোনা পরীক্ষা করা হয়েছিল সে দাবি করা হয়েছিল। কিন্তু তা নিয়েই এবার বড়সড়ো দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে।
তদন্তে উঠে আসে যে কুম্ভমেলায় অংশগ্রহণকারী প্রায় ১ লক্ষ মানুষের কোনও করোনা পরীক্ষাই হয়নি। বানানো নাম, ফোন নম্বর দিয়ে পরীক্ষার তথ্য নথিভুক্ত হয়েছে শুধু খাতায়-কলমেই। প্রতিটি নাম্বারে ফোন করতেই জানাজানি হয় বিষয়টি। গোটা ঘটনাটি নিয়ে অস্বস্তিতে পড়েছে উত্তরাখণ্ড সরকার। তদন্ত করতে আট সদস্যের একটি দল গঠন করেছে উত্তরাখণ্ড সরকার। এখনও পর্যন্ত ১ লক্ষ ফোন নাম্বার যাচাই হয়েছে তা সবটাই ভুয়ো।