পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনাকালে অনেককেই মাস্ক নামিয়ে থুতনিতে রাখতে দেখা গেছে। কখনও আবার কানে ঝুলিয়ে রাখতে দেখা গেছে মাস্ক। এবারে মুখের মাস্ক পায়ে ঝুলিয়ে রাখলেন উত্তরাখণ্ডের এক মন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ যে শুরু হয়ে গিয়েছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে WHO। এই পরিস্থিতিতে কোভিডবিধি কঠোরভাবে মেনে চলা যে অবশ্য কর্তব্য, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের এক মন্ত্রীর পায়ের পাতায় ঝুলতে দেখা গেল ফেস মাস্ক! যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী সুবোধ উনিয়াল অন্য কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করছিলেন। সেই বৈঠকের ছবিতে দেখা যাচ্ছে, কারও মুখেই মাস্ক নেই। এমনকী, কৃষিমন্ত্রীরও থুতনি থেকে ঝুলছে মাস্ক। তবে সবচেয়ে বিচিত্র অবস্থা জাতিস্মরানন্দের। তাঁর পায়ের পাতা থেকে ঝুলে থাকতে দেখা যাচ্ছে মাস্কটিকে।
হরিদ্বারের বিধায়ক জাতিস্মরানন্দ উত্তরাখণ্ডের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি হয়েও এমন উদাসীনতা তিনি কী করে দেখাতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।