পুবের কলম ওয়েব ডেস্ক : বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তের বিরুদ্ধে মুখ খুললেন। তিনি রাজীব-সব্যসাচী দত্তকে দালাল বলে নিশানা করেছেন। দলের বড় নেতারা ফোন ধরেন না বলেও প্রকাশ্যে অভিযোগ করেছেন অমৃতা বন্দ্যোপাধ্যায়।
তিনি ফেসবুক লাইফে সরাসরি নাম করে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে নিশানা করেছেন। অমৃতা অভিযোগ করেছেন দল বিরোধী কথা বলার পরেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয় না। রাজীব-সব্যসাচী দত্তরা আসলে দালাল। বিজেপিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দালালি করেন বলে অভিযোগ করেছেন তিনি। রাজীব-সব্যসাচীদের মতো নেতাদের কারণেই বিজেপি হেরেছে বলে অভিযোগ করেছেন তিনি।