পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটে জিতে ত্রিপুরা ও নাগাল্যান্ডবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র তিনটি আসন জিতে মেঘালয়বাসীকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ট্যুইটবার্তায় মোদি লেখেন, ‘ধন্যবাদ ত্রিপুরা। এটি অগ্রগতি ও স্থিতিশীলতার পক্ষে ভোট। রাজ্যের প্রবৃদ্ধির গতিপথকে বাড়িয়ে দেবে ত্রিপুরা বিজেপি। তৃণমূলস্তর থেকে দূর্দান্ত প্রচেষ্টার জন্য আমি ত্রিপুরার সমস্ত বিজেপি কর্মকর্তাদের জন্য গর্বিত’।
উল্লেখ্য, নাগাল্যান্ড-মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরায় সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। যতই সময় এগোতে থাকে, ততই উত্তেজনা পারদ বাড়তে থাকে। তবে ভোট গণনা শুরু হতেই এগিয়ে ছিল বিজেপি। মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়ে ত্রিপুরা দখল করেছে বিজেপি। সিপিএম পেয়েছে ২৪.৬ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮.৬ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছে ০.৮৮ শতাংশ। ত্রিপুরায় বিজেপি ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এদিকে তাদের জোটসঙ্গী আইপিএফটি জিতেছে মাত্র একটি আসনে। কংগ্রেসের সঙ্গে জোট করা সিপিএম এবার জিতেছে ১১টি আসনে। কংগ্রেস পেয়েছে তিনটি আসন। তিপ্রা মোথা জয়ী হয়েছে ১৩টি আসনে। এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নাগাল্যান্ডে ফের সরকার গঠন করতে চলেছে এনডিপিপি-বিজেপি জোট। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
নাগাল্যান্ডের ভোট নিয়ে মোদি ট্যুইট করে লেখেন, ‘এনডিপিপি এবং বিজেপি জোটকে রাজ্যের সেবা করার জন্য রাজ্যবাসী আশীর্বাদ করেছে। আমি নাগাল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাই। ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে। আমি আমাদের দলীয় কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গী এনডিপিপি ২৩টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ১২টি আসনে। এদিকে এনসিপি এই রাজ্যে জিতল ৫টি আসন। এনপিপি পেয়েছে ৫টি আসন। লোক জনশক্তি পার্টি (রামবিলাস) জিতেছে দুটি আসনে। রামদাস আঠাওয়ালের আরপিআই জয়ী হয়েছে দুটি আসনে।
পাশাপাশি, মেঘালয়তে সবকটি আসলে লড়াই করে তিনটিতে জয়লাভ করেছে বিজেপি। এই রাজ্যে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মেঘালয় নিয়ে মোদির ট্যুইটবার্তা, ‘বিধানসভা নির্বাচনে যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ। আমরা মেঘালয়ের উন্নয়নের গতিপথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাব এবং রাজ্যের জনগণের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করব। আমি আমার দলের প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই, তারা প্রচুর পরিশ্রম করেছেন’।