দেবশ্রী মজুমদার, বোলপুর: প্রাক্তন সেনাকর্মীর মেয়েকে অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। ১৫ জুলাই ১৪ বছরের নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছিল বিশ্বজিৎ দাস নামে এক যুবক। হলদিয়া থেকে তাদের আটক করে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে নাবালিকাকে।
বোলপুরের বাইপাস এলাকার বাসিন্দা শ্যামানন্দ সরকার। তিনি প্রাক্তন সেনাকর্মী। অভিযোগ, তাঁর ১৪ বছরের নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে গত ১৫ জুলাই বাড়ি থেকে নিয়ে চলে যায় বিশ্বজিৎ দাস নামে যুবক। এই যুবকের বাড়ি বোলপুরের সুরশ্রীপল্লী এলাকায় বয়স ২৯। বিয়ের প্রস্তাব দিয়ে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে চলে যাওয়ার জন্য বোলপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন তিনি। বোলপুর থানার পুলিশ হলদিয়া থেকে তাদের আটক করে। জানা গিয়েছে, নাবালিকাকে বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা নিয়ে আসতেও বাধ্য করা হয়।
শ্যামানন্দ সরকার বলেন, “মিথ্যা চাকরির পরিচয় দিয়েছিল, সঙ্গে এমনটাও বলে যে বিশ্বভারতীর কলা ভবনে পার্টাইম করে। ওখানে থেকে পঠন পাঠন করেছিল। এমনসব ভুয়ো তথ্য দিয়েছিল অভিযুক্ত যুবক। ওদের পরিচয় হয় সোশ্যাল নেট ওয়ার্ক মাধ্যমে। আমার নাবালিকা মেয়েকে অপহরণ করেছিল বিশ্বজিৎ। বোলপুর পুলিশকে ধন্যবাদ জানাই। তারা আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে।