পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় একযুগ বাদে ইজরায়েলে অবসান হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু জামানার। তবে কুর্সি গেলেও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনও ছাড়েননি নেতানিয়াহু।
ইজরাইলের রক্ষণশীল রাজনৈতিক দল লিকুদ পার্টির প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এখনও পরিবার নিয়ে পশ্চিম জেরুজালেমের বেলফোর রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আছেন বলে ইজরায়েলের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
এক প্রতিবেদনে ইজরাইলের দৈনিকটি বলেছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর এক সপ্তাহ পার হলেও নেতানিয়াহু এখনও আগের মতো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ব্যবহার করছেন। যদিও তিনি ওই ভবনে থাকলেও দলীয় কোনও বৈঠকে সেটি ব্যবহার করবেন না বলে নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতার সময় সম্মতি দিয়েছিলেন।
এদিকে ইজরাইলের নতুন প্রধানমন্ত্রী বেনেট দুই সপ্তাহের মধ্যে সরকারি বাসভবন ছেড়ে দিতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। তবে শনিবার বেনেটের সঙ্গে এক সমঝোতার পরে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়বেন বলে জানান নেতানিয়াহু।