পুবের কলম প্রতিবদেক: কেরলের কেরল সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের (KSSF) আয়োজিত ৩৫ বছর পূর্তি উপলক্ষে এডুকেশন সেমিনারে বক্তৃতা রাখেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব। শনিবারের এডুকেশন কনফারেন্সে বাংলা, আসাম ও ত্রিপুরা সহ একাধিক রাজ্যের বিশিষ্ট ইসলামিক স্কলাররা অংশগ্রহণ করেন। মাত্র কয়েক বছরের মধ্যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের তত্ত্বাবধানে কেরলকে মডেল করে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকাতে ২৫০টির বেশি কেরল মডেল নামক ইসলামিক মক্তব, বর্তমানে শিশু শিক্ষার অগ্রগতির পক্ষে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ২০০০ এর বেশি মক্তব চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মুফতি আব্দুল মাতিন। এছাড়াও আগামী তিন দিন কেরলের একাধিক শিক্ষানীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং আগামী ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি পশ্চিমবঙ্গে ফিরবেন বলে জানা গেছে।