পুবের কলম, ওয়েবডেস্ক: কিছুটা হলেও জট কাটল ইউরোপীয় ইউনিয়নে কোভিশিল্ডের অনুমোদন ঘিরে। বৃহস্পতিবার জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন-র সাতটি দেশ এবং সুইৎজারল্যান্ডে অনুমোদন পাচ্ছে কোভিশিল্ড। অর্থাৎ এই দেশগুলিতে “গ্রিন পাস” পেল সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার তৈরি এই ভ্যাকসিন।
উল্লেখ্য, কোভ্যাক্সিন ও কোভিশিল্ড, ভারতের মাটিতে তৈরি হওয়া করোনার দু’টির একটি টিকাকেও মান্যতা দিতে রাজি ছিলনা ইউরোপীয় ইউনিয়ন। ফলে টিকার দু’টি ডোজ় নেওয়া সত্ত্বেও বিদেশ-যাত্রার ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন একাধিক ভারতীয়। এই সমস্যার সমাধানে ইউরোপীয় ইউনিয়নকে বুধবার একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে, তারা যদি এই দুই ভ্যাকসিনকে মান্যতা না দেয়, সেক্ষেত্রে ইউরোপ থেকে ভারতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করবে কেন্দ্রীয় সরকার।
এদিকে কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া-র প্রধান আদার পুনাওয়ালা জানান, আগামী এক মাসের মধ্যেই কোভিশিল্ড নিয়ে জট কেটে যাবে। এই বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ প্রচেষ্টায় তৈরি এই ভ্যাকসিনের অনুমোদনের জন্য ওই সংস্থার মাধ্যমেই আবেদন জানানো হয়েছে। সুতরাং অল্প কিছুদিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ব্রিটেনের নিয়ামক সংস্থার মতোই অনুমোদন দিয়ে দেবে।