পুবের কলম ওয়েব ডেস্ক : অনেকদিন পরে ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছে ভারতীয় দলের দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহালকে। কলম্বোতে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়ার দুই স্পিনারই দুটি করে উইকেট দখল করেছেন। অনেকদিন পরে ফের চাহালের সঙ্গে জুটি বেঁধে বল করতে পেরে খুব খুশি কুলদীপ বলেন, ‘আমি আর চাহাল দু’জন দু’জনকে ভালো করেই চিনি, ম্যাচ চলাকালীন একে অপরকে পরামর্শ দিয়ে থাকি। অনেকদিন পরে ফের সেই অনুভূতি উপভোগ করতে পেরে খুব ভালো লাগছে।’ একই সঙ্গে ম্যাচের আগে প্রাথমিক জড়তা কাটিয়ে ওঠার জন্য দলের কোচ কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিয় কুলদীপ বলেন, ‘রাহুল স্যার সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। তাঁর পরামর্শেই দ্রুত জড়তা কাটিয়ে উঠতে পেরেছি।’