পুবের কলম, ওয়েবডেস্কঃ কল্যাণী থেকে অধ্যাপক আনিসুর রহমান খোদাবক্স ও ফারুক আহমেদ জানিয়েছেন, কোভিড বিধিনিষেধ মেনে বুধবার সকাল ৭টায় কল্যাণী স্টেডিয়ামের সামনে ঈদ-উল-আযহা-র নামাজ অনুষ্ঠতি হবে। কল্যাণীর মুসলিম ভাইদের নির্দিষ্ট সময়ে নামাযে হাজির হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। যেহেতু এই ঈদে নামাযের পর কুরবানী দেওয়ার বিষয় থাকে তাই সকলকে সঠিক সময়ে ঈদের নামাযে হাজির হওয়ার আবারও অনুরোধ করা হচ্ছে।