দেবশ্রী মজুমদার, মুরারই: বীরভূম জেলার পাইকর থানা এলাকায় বিভিন্ন ইউনিটে লকডাউনে কাজ হারানো মানুষদের বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হলো বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে। উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সেমিম সেখ,বাদল সেখ,আনারুল সেখ এবং অন্যান্য সহযোদ্ধারা। চিনি,ল্যাচা,সেমাই,ঘি,বাদাম ইত্যাদি একটা প্যাকেজ করে অসহায় দুঃস্থ মানুষের হাতে তুলে দিতে পেরে আমরা খুব খুশি বলে জানান সেমিম। তিনি বলেন, আমরা পূজোর সময়ও এই ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং আগামীতে আরো বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।